Bhola Times
ঢাকাTuesday , 15 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় উদযাপিত হলো বিশ্ব সাদাছড়ি নিরাপত্বা দিবস

newsroom
October 15, 2024 2:57 pm
Link Copied!

 

এ.সি.ডি.অর্জুন,

দৈনিক ভোলাটাইমস্ ::”হাতে দেখলে সাদাছড়ি, এগিয়ে এসে সহায়তা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপিত হলো বিশ্ব সাদাছড়ি দিবস-২০২৪। মঙ্গলবার(১৫ অক্টোবর’২০২৪) দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয় একটি বর্নাঢ্য রেলি। ভোলা জেলা প্রশাসন, সমাজ সেবা অধিদপ্তর ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজিত রেলিটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে যাত্রাস্থানে এসে শেষ হয়। ভোলা জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত রেলি শেষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মনজুর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “বিশ্ব সাদাছড়ি দিবসটি সারা বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায়ই আমিরিকার মতো শক্তিধর ও ধনি রাষ্ট্রেও ১৯৩০ সাল থেকেই দিবসটি উদযাপিত হয়ে আসছে। কারন তারা তখনই উপলব্দি করতে পেরেছিলো যে, একজন দৃষ্টি প্রতিন্ধী ব্যক্তির জন্য সাদাছড়ি ও এর নিরাপত্বা বিধান করার মাধ্যমেই তাকে সমাজেের মুল ধারায় যুক্ত করা সম্ভব। তাই আমাদের দেশের দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্বার জন্যই সরকার প্রতিবছর দিবসটি পালন করে থাকেন”। জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী মোঃ গোলাম কবির এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে আরো বক্তব্য রাখেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডাঃ মোঃ সাইদুর রহমান ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক জহিরুল হক কবির। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ মিজানুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম মাহমুদুর রহমান, এনডিসি সামছুজ্জামান ও সহকারী কমিশনারগণ, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ টুম্পা, জেলা তথ্য অফিসার মোঃ নুরুল ইসলাম ও বেসরকারি সংস্থা কোস্ট ফাউন্ডেশনের উপ সমন্বয়কারী মোঃ ফজলুল হক সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সহ সংশ্লিষ্ট ব্যক্তি বর্গ। অনুষ্ঠানের শেষ ভাগে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পক্ষ থেকে ৬ জন দৃষ্টি প্রতিবন্ধী মানুষের মাঝে ১ টি করে নতুন সাদাছড়ি বিতরন করেন জেলা প্রশাসক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।