Bhola Times
ঢাকাTuesday , 15 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোরহানউদ্দিনে পূজা উদযাপন প‌রিষ‌দের সংবাদ স‌ম্মেলন অনুষ্ঠিত

newsroom
October 15, 2024 12:59 pm
Link Copied!

মোঃ সাইফুল ইসলাম আকাশ,
দৈনিক ভোলাটাইমস্ ::ভোলার বোরহানউ‌দ্দিনে উপ‌জেলা পূজা যাপন প‌রিষ‌দের সংবাদ স‌ম্মেল‌ন অনুষ্ঠিত হয়েছে।
১৫ অক্টোবর মঙ্গলবার বিকালে উপ‌জেলা ভাওয়া‌ল বা‌ড়ি ম‌ন্দি‌রে উপ‌জেলার ২০ টি পুজা মন্ড‌পের সভাপ‌তি -সাধারন সম্পাদ‌কের উপ‌স্থি‌তে এ সংবাদ স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হয় ।
সংবাদ স‌ম্মেল‌নে লি‌খিত বক্ত‌ব্যে বোরহানউদ্দিন উপ‌জেলা পূজা প‌রিষ‌দের সভাপ‌তি অধ‌্যাপক লিটন চন্দ্র র‌ক্ষিত ও সম্পাদক বিল্টু চন্দ্র দাস জানান,দূর্গা পুজা শুরু থে‌কে শেষ পর্যন্ত উপ‌জেলা প্রশাসনের পাশাপা‌শি উপ‌জেলা বিএনপি-জামায়া‌তের নেতা-কর্মীর সাহস ও জনবল দি‌য়ে তা‌দের সহ‌যোগীতা ক‌রে‌ছেন। সভাপ‌তি ও সম্পাদক আ‌রো জানান, কে‌ন্দ্রিয় বিএনপি নেতা , ভোলা ২ আস‌নের সা‌বেক সংসদ সদস‌্য হা‌ফিজ ইব্রা‌হিম ও তার সহ-ধর্মী‌নি বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানা পূজা শুরু থে‌কে শেষ পর্যন্ত এলাকায় অবস্থান ক‌রে প্রতি‌টি মন্ড‌পে মন্ড‌পে নিজস্ব তহ‌বিল থে‌কে আ‌র্থিক অনুদা‌নের পাশাপা‌শি নিরাপত্তা নি‌শ্চিত কর‌তে প্রায় প্রতি‌দিন ‌ভি‌জিট ক‌রে‌ছেন প্রতি‌টি পুজা মন্ডপ । সর্বশেষ সদ‌্য সমাপ্তকৃত দূর্গাপুজা সুষ্ঠু ও সুন্দর ভা‌বে নিস্পন্ন হওয়ায় উপ‌জেলা প্রশাসন ও বি‌ভিন্ন রাজ‌নৈ‌তির দলগু‌লো‌কে ধন‌্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন ক‌রেন , পূজা উদ যাপন প‌রিষদ ।
এদিকে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নই তিনি বলেন,অন্য জেলায় এবং ঢাকা শহরে পূজা মন্ডপে সঠিকভাবে পূজা উদযাপন করতে পারেন নি সেখানে নেতৃবৃন্দের সহানুভূতি ও সহযোগিতার ঘাটতি ছিল,এই কারণে বিভিন্ন জায়গায় প্রতিমা ভাঙচুর হয়েছে কিন্তু আমাদের ভোলা জেলায় তার ভিন্নতা ঘটেছে,কোথায় ও কোন প্রকার সহিংসতার ঘটনা ঘটেনি।
এছাড়াও বিভিন্ন উপজেলায় সফলভাবে পূজা সংগঠিত হওয়ায় ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম,ভোলা ৩ আসনের সাবেক মন্ত্রী বীরবিক্রম মেজর হাফিজ উদ্দিন,ভোলা ৪ আসনের সাবেক এমপি নাজিমুদ্দিন আলম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
এ সময় বি‌ভিন্ন প্রিন্ট ও ই‌লেক‌ট্রিক মি‌ডিয়ার সাংবাদিকবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।