মোঃ সাইফুল ইসলাম আকাশ,
দৈনিক ভোলাটাইমস্ ::শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ভোলা জেলার বিভিন্ন পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জ ডিইজি মো: মনজুর মোর্শেদ আলম ।
রবিবার ( ১৩ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত ভোলা জেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন তিনি। এসময় তিনি মন্দিরের হিন্দু নেতাদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করে নিরাপত্তার ব্যাপারে খোজ খবর নেন।
মন্দির পরিদর্শন করে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, এই দেশটা আমাদের সকলের ধর্ম যার যার রাষ্ট্র সবার। সংখ্যালগু, সংখ্যাগুরু বলতে কোন কথা নেই। আমাদের সবার পরিচয় আমরা বাংলাদের নাগরিক।
তিনি আরো বলেন, আমি বরিশাল বিভাগের বিভিন্ন জেলার পূজা মন্দির পরিদর্শন করেছি। সব জায়গাতে আনন্দঘন পরিবেশে দূর্গা পুজা শুরু হয়েছে। কোথাও কোন সমস্যার কথা শুনতে পাইনি। মন্দির পরিদর্শনকালে হিন্দু নেতাদের সাথে কথা বলে নিরাপত্তার ব্যাপারে খোজ খবর নেয়া হয়েছে। তারা নিরাপত্তার কোন ঘাটতি পাননি।
তিনি বলেন,আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ সৃষ্টিতে কাজ করে যাচ্ছি, কেউ সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করতে চাইলে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে,সাম্প্রদায়িক সম্প্রীতি যে ই নষ্ট করতে চাইবে তাকে ই আইনের আওতায় আনা হবে।
সময় তিনি সবাইকে সাবধান হওয়ার আহ্বান জানিয়ে সতর্কবার্তা প্রদান করেন।
ডিআইজি মো.মনজুর মোর্শেদ আলম মন্তব্যে করে আরো বলেন, যেহেতু আমরা সবাই বাংলাদেশের নাগরিক। তাই দেশের প্রতিট ইঞ্চির মাটির পূর্ন মৌলিক অধিকার আমাদের সকলের। পুলিশ,সেনাবাহিনী,র্যাব,আনসার সদস্যরা মাঠে রয়েছে। উদ্দেশ্য একটাই সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে উৎসবমুখরভাবে দুর্গা উৎসব পালন করা।
এসময় ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শরিফুল হক,ভোলার লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আক্তার,বোরহানউদ্দিন থানার ওসি সিদ্দিকুর রহমান,
পূজা উদযাপন কমিটির সভাপতি লিটন চন্দ্র রক্ষিত,সাধারণ সম্পাদক বিল্টু চন্দ্র দাস সহ বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।