
ভোলা টাইমস্ ডেক্স:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ (দৌলতখান–বোরহানউদ্দিন) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহিমের পথসভায় ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে বোরহানউদ্দিন উপজেলার দেওলা ইউনিয়নের মজমবাজার, তালুকদার বাড়িসহ একাধিক গুরুত্বপূর্ণ সড়কে এ পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় হাফিজ ইব্রাহিমকে একনজর দেখার জন্য নারী ও পুরুষ ভোটারদের ঢল নামে। পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম বলেন, “১২ ফেব্রুয়ারি নির্ধারণ করবে দেশ পরিচালনা করবে বিএনপি, নাকি সেই সন্ত্রাসীরা—যারা এ দেশের মা-বোনদের ইজ্জত হরণ করেছে—সেই জামায়াতে ইসলাম। তিনি জামায়াতে ইসলামের তীব্র সমালোচনা করে বলেন, যারা দোজখ ও বেহেশতের কথা বলে মানুষকে বিভ্রান্ত করে ভোট আদায় করতে চায়, তারা নিজেদের গঠনতন্ত্র থেকে বিসমিল্লাহ নাম পর্যন্ত বাদ দিয়েছে। বক্তব্যের সময় তিনি ভোটারদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে সঠিক সিদ্ধান্তই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।
