
ভোলা টাইমস্ ডেক্স:
ভোলা, ৩০ জানুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের এমপি পদপ্রার্থী প্রফেসর কামাল উদ্দিন রোজ বৃহস্পতিবার কুকরী-মুকরী ইউনিয়নে শুভাগমন করেন। তাঁর আগমনে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। অপরাজনীতি, দুর্নীতি দুঃশাসন, সন্ত্রাস ও মাদকমুক্ত ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠাই তার মূল লক্ষ্য। সফরকালে প্রফেসর কামাল উদ্দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও জনসেবামূলক স্থাপনা পরিদর্শন করেন। পরে এক জনসমাবেশে বক্তব্য রাখেন তিনি। বক্তব্যে প্রফেসর কামাল উদ্দিন বলেন, “আমি নির্বাচিত হলে এই এলাকার উন্নয়নই হবে আমার প্রথম অগ্রাধিকার। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব এবং “আমি নির্বাচিত হলে ভোলা-৪ আসনকে একটি উন্নত ও শিক্ষাবান্ধব এলাকায় রূপান্তরিত করতে কাজ করব। শিক্ষার মান উন্নয়নে একটি নতুন কলেজ প্রতিষ্ঠা করব এবং স্থানীয় অবকাঠামো উন্নয়নে বিশেষ পদক্ষেপ নেব।” তিনি আরও বলেন, “এই এলাকার মানুষ বহুদিন উন্নয়ন বঞ্চিত। আমি জনগণের পাশে থেকে তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই।” বক্তব্য শেষে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে ভোট নিয়ে যদি কোন ঝামেলা বা দ্বন্দ্বের সৃষ্টি হয়, তাহলে তা ন্যায্য বিবেচনায় আনার জন্য প্রশাসন ও জনগণের কাছে তার প্রত্যাশা। জনসমাবেশে উপস্থিত স্থানীয়রা প্রফেসর কামাল উদ্দিনের বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন এবং উন্নয়নের অঙ্গীকারে আস্থা রাখেন।
