
ভোলা টাইমস্ ডেক্স:
ভোলা জেলা শহরে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ভুল চিকিৎসায় বন্ধন ক্লিনিকে রোগীর মৃত্যু ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাসহ রোগীদের সাথে দীর্ঘদিন ধরে প্রতারণা ও অনিয়মের অভিযোগের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করেছে ভোলা জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও নৌবাহিনী।
বৃহস্পতিবার দুপুরে শহরের যোগীরঘোল হাসপাতাল রোড এলাকার বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। অভিযানে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ সামগ্রী ব্যবহার, ল্যাব টেকনিশিয়ানদের যোগ্যতা ও যন্ত্রপাতির বৈধতা সংক্রান্ত নানা অসংগতি পাওয়া যায়। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং মুচলেকা নেওয়া হয়।
জুলাইযোদ্ধা মো. আয়মান বলেন, প্রশাসনের নাকের ডগায় বসে ভোলা শহরের ডায়াগনস্টিকগুলো তাদের মনমতো কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, কিন্তু প্রশাসনের তেমন কোনো তদারকি দেখছি না। প্রতিনিয়ত এসব ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় রোগী ও শিশু মৃত্যুর অভিযোগ ওঠে। সম্প্রতি আমাদের স্বজন প্রসূতি লামিয়াকে ভুল রক্ত দিয়ে হত্যা করেছে বন্ধন হেলথ কেয়ার ডায়াগনস্টিক।
প্রশাসনের অভিযানকে সাদুবাদ জানান তিনি, তারা ধারাবাহিকভাবে এ অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানান।
অভিযান শেষে ভোলা সদর উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা এসএম মশিউর রহমান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহামুদ বুলবুল, জেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ডা. নেয়ামুল খান ও নৌ বাহিনীর লে. কমান্ডার মো. আবরার উপস্থিত ছিলেন।
