
স্টাফ রিপোর্ট,
দৈনিক ভোলা টাইমস্ :: ভোলার পুষ্পাঞ্জলী ক্লাব আয়োজিত সরস্বতী পূজার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

উৎসবের আনন্দকে নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজা মণ্ডপ ও আশেপাশের এলাকায় পুলিশের নজরদারি এবং বিশেষ টহল জোরদার করা হয়েছে, যাতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই উৎসবের আমেজ উপভোগ করতে পারেন।
এসময় পুলিশ সুপার মহোদয় পূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং আয়োজক কমিটির সাথে মতবিনিময় করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) ওসি মোঃ ইকবাল হোসেন প্রমুখ।।
