
ভোলা টাইমস্, ডেক্স:
মনপুরায় ভোলা-৪ আসনে গণসংযোগ বিএনপি প্রার্থী ও যুবদল সম্পাদক নয়ন। “ফ্যামিল কার্ডের মাধ্যমে নাগরিকদের চাহিদা পূরণ করা হবে” ” বিএনপি ক্ষমতায় এলে চরবাসিরদের জমি বন্দোবস্ত মাধ্যমে বঞ্চনা দূর করা করা হবে”।। মোঃসজীব মোল্লা মনপুরা (ভোলা) প্রতিনিধি কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের নাগরিকদের সকল মৌলিক চাহিদা পূরণ করা হবে। পাশাপাশি কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের সার-বীজ প্রদান ও ন্যায্য মূল্যে কৃষিপণ্য বিক্রির সুবিধা নিশ্চিত করা হবে। মঙ্গলবার দুপুর ৩ টায় ভোলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন দুর্গম কলাতলী চরে নির্বাচনী প্রচারণা ও গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নুরুল ইসলাম নয়ন আরও বলেন, কলাতলী চরে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, রাস্তাঘাট পাকাকরণ এবং চরাঞ্চলে বসবাসকারী ভূমিহীন মানুষের মাঝে স্থায়ীভাবে জমি বন্দোবস্ত দেওয়া হবে। বিএনপি ক্ষমতায় এলে চরবাসীর দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটানো হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। গণসমাবেশ শেষে তিনি কলাতলী চরের মনির বাজার এলাকায় গণসংযোগ করেন এবং দরিদ্র রোগীদের জন্য সিপিপি আয়োজিত একটি চক্ষু চিকিৎসা শিবির পরিদর্শন করেন। উপজেলা যুবদলের সাবেক সভাপতি জোবায়ের রাজিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সামস উদ্দিন বাচ্চু চৌধুরী, সহসভাপতি ডা. মো. কামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। ক্যাপসনঃ পিক-১.২.৩.৪ মনপুরা বিচ্ছিন্ন কলাতলী চরে নির্বাচনী প্রচারণায় ভোলা-৪ আসনের বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
