
মোঃ আব্দুর রহমান হেলাল,
দৈনিক ভোলাটাইমস্::জাতীয় দৈনিক দৈনিক সংগ্রাম-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় ভোলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ শওকত হোসেন এবং সঞ্চালনা করেন মোঃ আনোয়ার হোসেন। সূচনায় দৈনিক সংগ্রামের ভোলা জেলা প্রতিনিধি মোঃ খলিল আব্দুর রহমান হেলাল স্বাগত বক্তব্যে বলেন, “দৈনিক সংগ্রাম দীর্ঘ ৫১ বছর ধরে গণমানুষের কথা তুলে ধরে দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতার পরিচয় দিয়ে আসছে।”
প্রধান অতিথির বক্তব্যে ভোলা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম বলেন,
“দেশের নানা সংকটময় সময়ে দৈনিক সংগ্রাম সত্য ও ন্যায়ের পক্ষে অটল অবস্থান রেখেছে। ইসলামী মূল্যবোধ ও জনস্বার্থে পত্রিকাটির ভূমিকা প্রশংসনীয়।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ভোলা জেলা সেক্রেটারি ড. মোহাম্মদ জাকির হোসেন। তিনি বলেন,
“গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৈনিক সংগ্রাম সেই দায়িত্ব সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করছে।”
এসময় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদ, এলডিসির জেলা সভাপতি বশির আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক জেলা সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, বিজেপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন দৈনিক কালবেলার ভোলা প্রতিনিধি মোঃ ওমর ফারুক, দৈনিক আমার দেশ প্রতিনিধি মোঃ ইউনুস শরীফ, বাসস প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, দৈনিক ভোলা নিউজ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, এসএ টেলিভিশনের প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন, চ্যানেল ২৪-এর প্রতিনিধি এস এম জাকির, দৈনিক ইত্তেফাকের রিপোর্টার শরীফ হোসেন এবং বিজয় টেলিভিশনের প্রতিনিধি রিয়াজ হোসেন শান্ত।
অনুষ্ঠানে ভোলা জেলা পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে ইন্সপেক্টর মোনায়েম উপস্থিত ছিলেন। বক্তারা দৈনিক সংগ্রামের দীর্ঘ পথচলা, নৈতিকতা ও আদর্শিক সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন।
সবশেষে দৈনিক সংগ্রামের উত্তরোত্তর সাফল্য, গণমাধ্যমের স্বাধীনতা ও দেশের কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, দৈনিক সংগ্রাম প্রতিষ্ঠালগ্ন থেকেই গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধের পক্ষে নির্ভীক ভূমিকা রেখে আসছে।
