
মো: জামাল,
দৌলতখান প্রতিনিধি,
ভেলা টাইমস্::ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে ভোলার বাংলাবাজার এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী।
সোমবার (২০ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে নৌবাহিনীর একটি দল বাংলাবাজারের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ করে। এ সময় তারা সাধারণ জনগণকে নির্বাচনকালীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সচেতন করেন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

নৌবাহিনী সূত্র জানায়, নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করাই এ টহল কার্যক্রমের মূল উদ্দেশ্য। টহল চলাকালে বাজার এলাকায় ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। একই সঙ্গে অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের চালকদের নির্ধারিত স্থানে যান চলাচল নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।
এ সময় নৌবাহিনীর পক্ষ থেকে সবাইকে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
নৌবাহিনী আরও জানায়, নির্বাচনকালীন সময়জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।
