
মোঃ সাইফুল ইসলাম আকাশ,
নিজস্ব প্রতিবেদক,ভোলা: ভোলার জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। ১৪ জানুয়ারি সকাল ১১ টায় ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোলা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমানের সভাপতিত্বে ‘জেলা আইন-শৃঙ্খলা কমিটির’ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। সাধারণ মানুষের জীবনযাত্রা নির্বিঘ্ন করতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রমের ওপর জোর দেওয়া হয়। এসময় ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) তার বক্তব্যে বলেন যে, “আজকের ডিজিটাল যুগে ইন্টারনেটের ভুল ব্যবহার এবং গুজব আমাদের সমাজের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একটি অসাধু চক্র প্রযুক্তি ব্যবহার করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং সামাজিক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে।” পুলিশ সুপার মহোদয় সকলে এই বিষয়ে সতর্ক ও সচেতন হওয়ার অনুরোধ করেন। সভায় ভোলা জেলা সিভিল সার্জন ডাক্তার মনিরুল ইসলাম,জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ,বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ,নৌবাহিনীর কনটিজেন কমান্ডার,জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
