
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার দালালপুর ও পদ্মা মনসা এলাকায় অবৈধভাবে স্থাপিত ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হয়েছে। গত ২৪ ডিসেম্বর মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান চালানো হয়।
“ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)” লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট ইটভাটাগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় ভাটা মালিকদের জরিমানা করা হয় এবং ফায়ার সার্ভিসের পাম্প মেশিন ব্যবহার করে ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়। কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয় এবং কাঁচা ইট ধ্বংস করা হয়।
অভিযানে নৌবাহিনী ভোলা, পুলিশ, ফায়ার সার্ভিস এবং পরিবেশ অধিদপ্তরের ভোলা জেলা কার্যালয়ের সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন। এ ধরনের অভিযান পরিবেশ দূষণ রোধ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে সংশ্লিষ্টরা জানান।
এরকম অবৈধ ইটভাটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর, যা বায়ুদূষণ বাড়ায় এবং কৃষিজমি ধ্বংস করে। সরকারের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
