
ভোলা প্রতিনিধি:
ভোলা জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
ভোলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সাংবাদিকরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন। পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জেলা পুলিশের গৃহীত কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।
তিনি সাংবাদিকদের পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমসহ সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
