
ভোলা প্রতিনিধি, দৈনিক ভোলা টাইমস্
সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে দেওয়া তথ্য অনুযায়ী ভোলা জেলার আবহাওয়াতেও এর সুস্পষ্ট প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।
সিনপটিক অবস্থার প্রভাব
উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই প্রাকৃতিক অবস্থার কারণে দেশের দক্ষিণাঞ্চলসহ ভোলায় শীতের প্রবাহ কিছুটা সক্রিয় অবস্থায় আছে।
ভোলাসহ মাদারীপুর, গোপালগঞ্জ, দিনাজপুর ও বরিশালের মতো জেলাজুড়েও মৃদু শৈত্যপ্রবাহ বইছে। যদিও কিছু এলাকায় এটি দুর্বল হতে পারে, তবে দিনের বেলায় শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে। রাতের তাপমাত্রায় সামান্য বৃদ্ধির সম্ভাবনা থাকলেও সকালের ঠান্ডা কমবে না।
মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত ভোলার বিস্তীর্ণ অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
বিশেষ করে ভোলার নদীবিধৌত ও চরে অবস্থিত এলাকায় সবক্ষেত্রেই দৃশ্যমানতা কমে যাওয়ায় বিঘ্ন ঘটার শঙ্কা রয়েছে। কুয়াশা দীর্ঘ সময় স্থায়ী হলে অভ্যন্তরীণ নৌ রুটেও বিলম্ব বা সাময়িক বন্ধের পরিস্থিতি দেখা দিতে পারে।
আকাশ আংশিক মেঘলা থাকলেও ভোলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে দিনজুড়ে শীত ও শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।
