
গত ২৫ অক্টোবর পৌরসভা কর্তৃক পরিচালিত উচ্ছেদ অভিযানে বাধা সৃষ্টি ও তিনটি সরকারি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া কর্মচারীদের উপর হামলার ঘটনার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল বের করা হয়েছে।
আজ ২৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধনে পৌর কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শাখার কর্মকর্তারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, উচ্ছেদ অভিযানের সময় বিক্ষুব্ধ জনতার হামলা ও আগুন দেওয়ার ঘটনা শুধু সরকারি সম্পদের ক্ষতিই নয়, বরং কর্মরতদের উপর হামলা ও জীবনের ও হুমকি তৈরি করেছে। মানববন্ধন শেষে পৌরসভার কর্মচারী সংসদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করে। উক্ত বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক এর কার্যালয়ে সম্মুখে এসে শেষ হয়।
পরে কর্মচারী সংসদের নেতৃবৃন্দ জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
