
মোঃ মেহেদী হাসান সুমন,
ভোলা টাইমস্:: ভোলার ভেদুরিয়া এলাকার চরকালি সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুজনকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল রোববার ভোররাতে কোস্ট গার্ড বেইস ভোলা এ অভিযান পরিচালনা করে। কোস্ট গার্ড জানায়, গোপন খবরের ভিত্তিতে রাত ৩টার দিকে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন দুজনকে তল্লাশি করে ৪১ পিস ইয়াবা ও ২৩৫ গ্রাম গাঁজা পাওয়া যায়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ হাজার ৫০০ টাকা। আটক ব্যক্তিরা হলেন মোঃ লিটন (৪৭) ও মোঃ শামীম (২৭)। দুজনের বাড়ি ভোলা সদর উপজেলার চরকালি ২নং ওয়ার্ডের ব্যাংকের হাট এলাকায়। বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা, কোস্ট গার্ড বেইস ভোলা।, লেফটেন্যান্ট আবুল কাশেম, বিএন, বলেন আটক দুজনকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
