
ভোলা প্রতিনিধি ॥
ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সদ্য বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আজাদ জাহান মহোদয়ের সম্মানে এক বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৩ নভেম্বর ২০২৫) জেলা প্রশাসন আয়োজিত এই বিদায় সংবর্ধনায় ভোলা জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক মহোদয় ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসককে তাঁর দায়িত্বকালীন সময়ে প্রশাসনিক কর্মকাণ্ডে সহযোগিতা, উন্নয়ন ও আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
পুলিশ সুপার মহোদয় এ সময় বিদায়ী জেলা প্রশাসকের ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীন সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এবং সম্মাননা স্বরূপ একটি ক্রেস্ট প্রদান করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
