
ইসমাইল হোসেন আরিফ ।। ভোলা টাইমস্
ভোলা-১ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি ( বিজেপি) ’র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। গত সোমবার (৩ই নভেম্বর) সন্ধ্যায় ভিডিও কলের মাধ্যমে দলীয় প্রতীক ‘গরুর গাড়ি’ মার্কা নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি৷
ভোলার উন্নয়ন নাজিউর রহমান মঞ্জুই করেছেন, তার হাত ধরেই উন্নয়ন হয়েছে। তাহলে আমরা নির্বাচন করবো না কেনো ? আপনারা কারো কথায় বিচলিত হবেন না। আন্দালিব রহমান পার্থ সাহেব ‘গরুর গাড়ী’ মার্কা নিয়ে ভোলা সদরে নির্বাচন করবেন, ইনশাআল্লাহ। বুধবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে দলটির ভোলা নতুন বাজারস্থ কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশ্য প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, ভোলা জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ।
বিজেপি পার্টি অফিস থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুনবাজার জেলা কার্যালয়ে শেষ হলে সমাপনী বক্তব্যতে মোতাসিম বিল্লাহ আরো বলেন, ভোলার মানুষ নাজিউর রহমান কে ভালবাসেন, নাজিউর রহমানের পরিবারকে ভলোবাসেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। বিজয় আমাদের হবে, ইনশাআল্লাহ।
এ সময় খন্ড-খন্ড মিছিল নিয়ে জড়ো হয়ে নেতাকর্মীরা আন্দালিব রহমান পার্থের পক্ষে স্লোগান দিতে দিতে প্রচারণা চালান। প্রায় অর্ধ কিলোমিটার দীর্ঘ এ মিছিলে হাজারো নেতাকর্মী অংশ নেন। হাতে ব্যানার, ফেস্টুন ও গরুর গাড়ি প্রতীকের পোস্টার নিয়ে তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো শহর৷ বিজেপির স্থানীয় নেতারা জানান, আন্দালিব রহমান পার্থ ভোলা-১ আসনে জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী। তার প্রার্থিতা ঘোষণার পর নেতাকর্মীরা আরো সংগঠিত হচ্ছে। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে জনগণ গরুর গাড়ি প্রতীকের পক্ষে রায় দেবে।
এ সময় উপস্থিত ছিলেন, বিজেপি সাংগঠনিক সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম, যুব সংহতির নেতা নুরে আলম টিটু, আনোয়ার হোসেন, সর্দার কামাল, ইসমাইল হোসেন আরিফ, স্বেচ্ছাসেবক পার্টির নেতা মোঃ গোলাম হোসেন, ছাত্র সমাজের মানষ ঘোষ শান্ত সহ প্রমুখ। এছাড়াও ভোলা জেলা বিজেপির অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, একই আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর।
