এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস্ ::নদী বেস্টিত দ্বীপজেলা ভোলার অন্যতম বড় সম্পদ মৎস্য আহরণে প্রতিনিয়ত অনিয়মকারী অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ব কমানোর লক্ষে ভোলা জেলা মৎস্য বিভাগ কর্তৃক নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলাধীন মেঘনা নদীর বিভিন্ন স্থানে অবৈধ খুঁটি ও খুঁটি জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। শনিবার(২১ ডিসেম্বর’২৪) সকাল ৮ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত চলা অভিযান নেতৃত্ব প্রদান করেন জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব। অভিযান সম্পর্কে জেলা মৎস্য অফিসের সহকারী মৎস্য কর্মকর্তা মাহাবুবুল আলম শুভ বলেন, ” ভোলা জেলার সম্মানিত জেলা মৎস্য কর্মকর্তা জানাব বিশ্বজিৎ কুমার দেব স্যার এর দিক নির্দেশনায় আমরা ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলাধীন মেঘনা নদীর বিভিন্ন চরে অবৈধ খুঁটি ও খুঁটি জালের বিরুদ্ধে অভিযান চালাই। প্রায় ৭ ঘন্টা ব্যাপী চলা অভিযানে অবৈধ নদী দখলদারদের প্রায় ৪০ লক্ষ টাকা মূল্যের খুঁটি ও খুঁটিজাল উচ্ছেদ করি এবং ১ টি ছোট ফাঁসের অবৈধ পাইজাল জব্দ করে জনসন্মুখে পুড়ে ধংস করি। অভিযানে টিমে অন্যান্যের মধ্যে মৎস্য অধিদপ্তরের উপ পরিচালক(বাস্তবায়ন শাখা) সরকার আনোয়ারুল কবির আহমেদ, উপ প্রধান মোঃ রবিউল আউয়াল মন্ডল ও বোরহানউদ্দিন উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অভিযানে আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন ভোলার ইলিশা কোস্টগার্ডের একটি টিম”।