এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস্ ::নদী বেস্টিত দ্বীপজেলা ভোলার অন্যতম বড় সম্পদ মৎস্য আহরণে প্রতিনিয়ত অনিয়মকারী অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ব কমানোর লক্ষে ভোলা জেলা মৎস্য বিভাগ কর্তৃক নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার(১৪ ডিসেম্বর’২৪) ভোলা জেলার মনপুরা উপজেলাধিন মেঘনা নদীর বিভিন্ন স্থানে পাঙ্গাসের পোনা ধরার অবৈধ চাই’র বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মনপুরা উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। যৌথ এই অভিযানে নেতৃত্ব প্রদান করেন মনপুরা উপজেলার নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান। উপজেলার হাজির হাট, রামনেওয়াজ ঘাট ও মাস্টার বাজার এলাকার মেঘনা নদীতে পরিচালিত অভিযান সম্পর্কে ভোলা জেলা মৎস্য কার্যালয়ের সহকারী জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম শুভ বলেন, ” ভোলা জেলার সম্মানিত জেলা মৎস্য কর্মকর্তা জানাব বিশ্বজিৎ কুমার দেব স্যার এর দিক নির্দেশনায় এবং মনপুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নের্তৃত্বে আমরা ভোলা জেলার মনপুরা উপজেলাধিন বিভিন্ন চরে অবৈধ চাইয়ের বিরুদ্ধে অভিযান চালাই। সকাল ১১ টা থেকে চলা অভিযানের সময় ১টি নৌকাসহ ১টি অবৈধ চাই জব্দ করি এবং ধৃত ১০ কেজি পাঙ্গাসের পোনা এতিমখানায় বিতরণ করলেও চাইটি জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করে ফেলেছি। অভিযানে আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিন জোন,মনপুরার একটি টিম ও সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ”।