Bhola Times
ঢাকাSaturday , 14 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোরহানউদ্দিনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

newsroom
December 14, 2024 6:55 pm
Link Copied!

মোঃ সাইফুল ইসলাম আকাশ,

দৈনিক ভোলাটাইমস্ ::ভোলার বোরহানউদ্দিনে ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৪ ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোঃ রায়হান-উজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বোরহানউদ্দিন থানার ওসি মোঃ সিদ্দিকুর রহমান,বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন মিয়া,আহমদ উল্লাহ,দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম আকাশ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন,শহিদ বুদ্ধিজীবী দিবস দেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়,এ দিন ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের ঊষালগ্নে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ বেদনার দিন।
বিজয়ের চূড়ান্ত মুহূর্তে বাঙালিকে মেধাশূন্য করার এ নৃশংস নিধনযজ্ঞ সেদিন গোটা জাতিসহ পুরো বিশ্বকেই হতবিহ্বল করে দিয়েছিল।
এ সময় বক্তারা ১৯৫২ এর ভাষা আন্দোলন,৬২ সালের শিক্ষা আন্দোলন,৬৬ এর ছয় দফা,৬৯ সত্তরের গণঅভ্যুত্থান,১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও তাৎপর্য বিশ্লেষণ ও সেই ভয়াল দিনের চিত্র তুলে ধরেন।
তারা বলেন,প্রাথমিক থেকে শুরু করে শিক্ষা স্তরের শেষ পর্যায়ে পর্যন্ত শিক্ষার্থীদেরকে মহান মুক্তিযুদ্ধের পটভূমি সম্পর্কে জানাতে হবে ও তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য যা প্রয়োজন সেটা করানো উচিত প্রয়োজন হলে আমরা সবাই সর্বোচ্চ সহযোগিতা করব।এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিরুপম সরকার সোহাগ,যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান,পরিসংখ্যান কর্মকর্তা ননী গোপাল বাড়ৈ,মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা,সমাজসেবা কর্মকর্তা মিয়া মনজুর-এ-লাহী মোঃ আল-আমিন,পক্ষিয়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ হুমায়ুন কবির,সাংবাদিক অন্তর হাওলাদার, সাগর চৌধুরী ,ইকবাল হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,জনপ্রতিনিধিবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।