*মবচক্রের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে পরিকল্পিত অপহরণ ও হামলা*
দৈনিক ভোলাটাইমস্::
চরফ্যাশন প্রতিনিধি।।
ভোলার চরফ্যাশনে দৈনিক দ্য বাংলাদেশ টুডে পত্রিকার উপজেলা সংবাদদাতা সাংবাদিক তৈয়্যবুর রহমান তুহিনকে প্রকাশ্যে অপহরণ করে মুক্তিপণ আদায় এবং হত্যার চেষ্টা চালিয়েছে এলাকার চিহ্নিতমাদক ব্যবসায়ী ও বর্তমান সময়ের মবচক্র। এ ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
বুধবার বিকেল সাড়ে ৪/৫ টার দিকে দক্ষিণ আইচা পুরান বাজারসংলগ্ন একটি চায়ের দোকান থেকে তাকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে অজ্ঞাত ভবনের ছাদে নিয়ে যায় সন্ত্রাসীরা। সেখানে তাকে চোখ উপড়ে ফেলার চেষ্টা করা হয় এবং মাথায় ইট দিয়ে আঘাত করা হয়।
অভিযোগে জানা গেছে, হামলাকারীদের মধ্যে রয়েছেন—দক্ষিণ আইচা এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ও মব চক্রের সভাপতি চরমানিকা ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সুমন শিকদার (২৮), আবু তাহের (২৯), বাদশা (৪৭), সিয়াম (১৮), বাবু (১৭), রবি আলম (৩১), তারেক গাজী (৩১)সহ আরও কয়েকজন। তারা পরিকল্পিতভাবে এ অপহরণ ও হামলা চালায়।
ভুক্তভোগী সাংবাদিক তৈয়্যবুর রহমান তুহিন জানান, সন্ত্রাসীরা তার মুখে কাপড় বেঁধে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে পরিবারের সদস্যরা ছোট ভাই মহিনের মাধ্যমে ২০ হাজার টাকা এবং চাচা আবু জাহেরের মাধ্যমে আরও ৭ হাজার টাকা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
তৈয়্যবুর রহমান আরও বলেন, দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় মাদক ব্যবসায়ী ও মবচক্রের সদস্যদের বিরুদ্ধে ধারাবাহিক অপকর্ম ও মাদক ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশ করে আসছিলেন। এর জের ধরেই তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। এই চক্রটি গত ৫ আগস্টের পর থেকেই এলাকায় মাদক বিক্রি ও মব জাস্টিস সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।
এ ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এচক্রের দৌরাত্ম্যে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। সাংবাদিকের ওপর এ ধরনের ভয়ঙ্কর হামলা মুক্ত সাংবাদিকতা ও জননিরাপত্তার জন্য বড় হুমকি বলে মন্তব্য করেছেন তারা। দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সাংবাদিক সমাজ।
এ বিষয়ে দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল হক ভূঁইয়া বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.