Bhola Times
ঢাকাThursday , 18 July 2024
  • অন্যান্য
  • No categories
  1. No categories
আজকের সর্বশেষ সবখবর

যুবদলের কেন্দ্রীয়  নব গঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে ভোলায় যুবদলের আনন্দ  মিছিল

newsroom
July 18, 2024 12:44 am
Link Copied!

ভোলা প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে  আনন্দ মিছিল করেছে ভোলা জেলা যুবদলের নেতা কর্মীরা।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা যুবদলের
 উদ্যোগে মিছিলটি শুরু হয়। মিছিলটি বরিশাল দালান মোড়ে পুলিশি বাঁধা উপেক্ষা করে  শহর প্রদক্ষিণ করে। পরে সার্কুলার রোডে  যুবদলের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ভোলা  জেলা যুবদলের  সভাপতি জামাল উদ্দিন লিটন,সাধারন সম্পাদক আব্দুল কাদের সেলিম ভিপি ।
এসময় ভোলা জেলা  যুবদলের আনন্দ মিছিল কর্মসূচিতে যোগদেন ভোলা জেলা বিএনপির  সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শফিউর রহমান কিরণ, যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবির সোপান, এনামুল হক প্রমুখ।
যুবদলের কেন্দ্রীয় নতুন কমিটিকে স্বাগত জানাতে বিপুল সংখ্যক নেতাকর্মীরা কর্মসূচীতে অংশ নেন।
আব্দুল মোনায়েম মুন্না কে সভাপতি ও নুরুল ইসলাম নয়ন কে সাধারণ সম্পাদক করে
সম্প্রতি জাতীয়তাবাদী যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
এই কমিটি অনুমোদনের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমান কে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় ভোলা জেলা যুবদল।
প্রসঙ্গত, গত মঙ্গলবার ৯ জুলাই বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় যুবদলের আংশিক কমিটি ঘোষনা করা হয়। এতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নুরুল ইসলাম নয়নের নাম উল্লেখ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।