Bhola Times
ঢাকাThursday , 18 July 2024
  • অন্যান্য
  • No categories
  1. No categories
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় সুরু হলো বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট 

newsroom
July 18, 2024 12:20 am
Link Copied!

এ.সি.ডি অর্জুন,
প্রতি বছরের ন্যায় এবারও ভোলায় সুরু হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ(বালক অনুর্ধ-১৭) ফুটবল টুর্নামেন্ট-২০২৪। সোমবার(১৫ জুলাই’২৪) অনুষ্ঠিত টুর্নামেন্টের (ভার্চুয়ালী) উদ্বোধন করেন জাতীয় নেতা ও ভোলা-১ আসনের সাংসদ তোফায়েল আহমেদ। ভোলা সদর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পতাকা উত্তোলন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুছ। ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী খেলাটি বেলুন উড়িয়ে ও বল শর্ট করে শুভ সূচনা করেন পরিষদ চেয়ারম্যান ও নির্বাহী অফিসার। ভোলা সরকানি স্কুল মাঠে তালহা তালুকদার বাঁধন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান আলী নেওয়াজ পলাশ, সদর মডেল থানার ওসি মোঃ মিজানুর রহমান পাটোয়ারী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন ও সহ সভাপতি মোঃ ফয়সাল, সদর উপজেলার নবাগত এসিল্যান্ড মোঃ আবুল হাসনাত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অসীম প্রসাদ ও উপজেলা মৎস্য অফিসার এস এম নাজমুস সালেকিন, বাপ্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব মোল্লা সহ সংশ্লিষ্ট ব্যক্তি ও গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য উদ্বোধনী দিনে বাপ্তা ইউনিয়ন ও আলী নগর ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত খেলায় ৩/০ গোলে বাপ্তা ইউনিয়ন জয়লাভ করে এবং  এবং আগামী ২৩ জুলাই ফাইনাল খেলার মাধ্যমে শেষ হবে ১৩ টি ইউনিয়নের উপজেলা পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।