Bhola Times
ঢাকাThursday , 18 July 2024
  • অন্যান্য
  • No categories
  1. No categories
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জারিয়ান বেকারির মালিককে অর্থদন্ড

newsroom
July 18, 2024 12:50 am
Link Copied!

ভোলা প্রতিনিধি।
ভোলায়  ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জারিয়ান ফুড প্রোডাক্টস এর  বেকারির মালিক মো: জাবেদকে  ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৯ জুলাই)সন্ধ্যায় ভোলা পৌর  সভার ৮ নং ওয়ার্ডে পৌর কাঠালী এলাকায় পরিবেশ অধিদপ্তরের কে সঙ্গে নিয়ে অভিযান চালায় ভোলা সদর উপজেলার  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান।
 জারিয়ান  বেকারি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ, বিএসটিআই-এর অনুমোদন না নিয়ে পন্য উৎপাদন করে আসছে।  তাই জারিয়ান  বেকারি মালিক জাবেদকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভোলা সদর উপজেলার  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান বলেন,ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ধারায় এই জরিমানা আদায় করা হয়।
শুধু তাই নয় বেকারির মালিক জাবেদ অনেকগুলো আইন ভঙ্গ করছে।যেহেতু ভোলাতে বিএসটিআই অফিস নেই সেহেতু তাকে ভোক্ত অধিকারা আইনে জরিমানা আদায় করা হয়।  ভবিষ্যতে আইন ভঙ্গ করে বেকারি পরিচালনা করলে রাষ্ট্রের আইন অনুযায়ী তাকে আরো বড় শাস্তির মুখোমুখি হতে হতে পারে বলে জানান। আর  এর ব্যত্যয় ঘটলে বেকারিট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হবে।
মানুষের স্বাস্থ্যঝঁকি এড়াতে পর্যায়ক্রমে সব বেকারিতে অভিযান চালানো হবে বলে জানান নাজমুল হাসান।
 এসময় পরিবেশ অধিদপ্তর ভোলা জেলা কার্যলয়ের সহকারী পরিচালক মো: তোতা মিয়া  বলেন, জারিয়ান ফুড প্রোডাক্টস এর নামের  বেকারিটি অনূকূল পরিবেশ ছাড়পত্র নরায়ন না করার কারনে আবেদন পত্রটি বাতিল বলে গন্য করা হয়।প্রয়োজনীয় কাগজ পত্র ছাড়া আবেদন না করলে ছাড়পত্র বাতিল করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোর্পদ করার জন্য সুপারিশ করবো। বেকারির মালিক জাবেদ সাহেব ছাড়পত্র যে বিনোয়োগ দেখিয়েছে তারচেয়ে বেশি বিনিয়োগ করছে প্রতিষ্ঠানটেতে। এছাড়া অনুমোদনের বাইরে গিয়ে গোপনে স্বাস্থঝুকিঁতে ফেলে এমন অনেক পন্য উৎপাদন করে থাকেন। তাই পরিবেশ ছাড়পত্র না নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
জারিয়ান ফুড প্রোডাক্টস এর বেকারির মালিক মো: জাবেদ বলেন, এই বেকারিতে আমি চিপশ,চানাচুর,মুড়ি ভাজও কোবট উৎপন্ন করে ভোলার বাজারে বিক্রি করে থাকি। পরিবেশে ছাড়পত্র নবায়ন ও বিএসটিআই ছাড়পত্র নবায়ন পক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
এদিকে স্থানীয়রা জানান,জারিয়ান ফুড প্রোডাক্টস এর বেকারির মালিক মো: জাবেদ  আবাসিক এলাকায় এই ধরনের বেকারির কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে  শিশুরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছে। তাই আবাসিক এলাকা থেকে এই ধরনের প্রতিষ্ঠান বিসিক শিল্প নগরী তে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ  জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।