Bhola Times
ঢাকাWednesday , 17 July 2024
  • অন্যান্য
  • No categories
  1. No categories
আজকের সর্বশেষ সবখবর

ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সচেতন নাগরিক সমাজের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ

newsroom
July 17, 2024 9:22 pm
Link Copied!

ইউসুফ হোসেন নীরব,

ভোলা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সামনে থেকে একটি শান্তি র্যালি বের করে পৌর ভবনের সামনে দিয়ে প্রেস ক্লাব প্রদক্ষিণ করে জেলা পরিষদের হররুমে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে স্বাধীনতার চেতনা, মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা লুণ্ঠিত করার প্রতিবাদে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা দোস্ত মাহমুদ ভোলা জেলা কমান্ডার, ওয়াহিদুর রহমান,বীর মুক্তি যোদ্ধা ও সদর উপজেলা কমান্ডার, জেলা ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, বীর মুক্তি যোদ্ধা ফজলুল কাদের মজনু মোল্লা, এবং ভিবিন্ন উপজেলা থেকে আহত বীর মুক্তিযোদ্ধাগণ। একই সাথে প্রতিবাদ সভা ও শান্তি র্যালিতে অংশগ্রহণ করেন বীর মুক্তি যোদ্ধা সন্তানগন। এসময় বীর মুক্তি যোদ্ধা সন্তান কমান্ড এর আহবায়ক সিনিয়র সাংবাদিক হামিদুর রহমান হাসিব সহ জেলার বীর মুক্তি যোদ্ধাদের সন্তানগন উপস্থিত ছিলেন। কোটা বিরোধী সমাবেশে মুক্তিযোদ্ধাদের কোটা নিয়ে আন্দোলন করায় বক্তাগণ কঠোর ভাষায় সমালোচনা করে বর্তমান কোটা বহাল রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। সকল প্রকার অপশক্তি প্রতিরোধে মুক্তিযোদ্ধা ও সচেতন নাগরিক সমাজ প্রতিবাদ অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন। মুক্তিযোদ্ধাদের অবমাননা কারিদের শাস্তির দাবি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে ‘মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননার’ অভিযোগ তুলে তাদের শাস্তি দাবি জানান। জেলা মুক্তি যোদ্ধা সংসদ ও মুক্তি যোদ্ধা সন্তান কমান্ড। প্রতিবাদ সভা থেকে বক্তারা আরো জানান কোটা পদ্ধতি কোনোভাবেই বাতিল নয়, কিন্তু এ আন্দোলনের নামে শিক্ষার্থীরা বীর মুক্তিযোদ্ধাদের নানাভাবে অপদস্ত করছে। অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।