Bhola Times
ঢাকাWednesday , 17 July 2024
  • অন্যান্য
  • No categories
  1. No categories
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজ শিশুকে ঢাকা থেকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিলেন বোরহানউদ্দিন থানার এসআই রেহান উদ্দিন

newsroom
July 17, 2024 9:37 pm
Link Copied!

মোঃ সাইফুল ইসলাম আকাশ, ভোলা টাইমস:

ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজ ১২ বছরের শিশুকে ঢাকা থেকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছেন বোরহানউদ্দিন থানার সেকেন্ড অফিসার এসআই রেহান উদ্দিন। বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা গেছে,ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএমের নির্দেশে বোরহানউদ্দিন থানার নবাগত ওসি জাব্বারুল ইসলামের তত্ত্ববধায়নে বোরহানউদ্দিন থানার এসআই রেহানউদ্দিনের নেতৃত্বে হারিয়ে যাওয়া শিশু মোঃ ইসমাইলকে ঢাকা থেকে উদ্ধার করা হয়। জানা গেছে, গত ৮ ই জুলাই বিকালের দিকে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ফুলকাচিয়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের জাহানারা বেগমের ছেলে ইসমাইল নিখোঁজ হন,নিখোঁজ হওয়ার পর অনেক খোঁজাখুঁজির করে ও তাকে না পেয়ে গত ১২ই জুলাই বোরহানউদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি করেন জাহানারা বেগম। ছেলেকে পাওয়ার আশায় কান্নায় ভেঙ্গে পড়েন তিনি, সাধারণ ডায়েরি করার পর পরই অভিযানে নামে পুলিশ। পরে বোরহানউদ্দিন থানার এসআই রেহানউদ্দিনের নেতৃত্বে ঢাকা থেকে ১২ বছর বয়সী নিখোঁজ ইসমাইলকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেন এই পুলিশ কর্মকর্তা, এদিকে হারানো ছেলেকে ফিরে পেয়ে ভোলা জেলা পুলিশ সুপার,বোরহান উদ্দিন থানার ওসি ও এসআই রেহান উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইসমাইলের মা জাহানারা বেগম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।