ইউসুফ হোসেন নীরব,
ভোলা টাইমস্::হাজারো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসা ও শ্রদ্ধার মধ্য দিয়ে চিরবিদায় নিলেন প্রবীণ সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও ভোলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম হাবিবুর রহমান। ২৪ নভেম্বর সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই সাংবাদিক মৃত্যু কালে তিনি অসংখ্য গুনগ্রাহীদের রেখে যান। ২৫ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় ভোলা সরকারি স্কুল মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। ভোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুলিশ বাহিনীর পক্ষ থেকে মৃত বীর মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমানকে রাষ্ট্রীয় সালাম সালামের অংশ হিসাবে গার্ড অফ অনার প্রধান এবং জাতীয় পতাকা দিয়ে কফিন আচ্ছাদন করা হয়। জানাজা শেষে ভোলার বড় মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হয়।

সাংবাদিকতার জগতে তার অবদান ও মুক্তিযুদ্ধে তার ভূমিকার কথা স্মরণ করে সংবাদকর্মীরা বলেন এম হাবিবুর রহমান ছিলেন উনার সাংবাদিক সমাজের অবলম্বন তার চলে যাওয়ায় অপূরণীয় ক্ষতি। জানাজায় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সবাই একজন সৎ, নির্ভীক ও নীতিবান সাংবাদিককে হারানোর বেদনায় শোকাহত হয়ে শেষ শ্রদ্ধা জানান। মরহুম এম হাবিবুর রহমান দীর্ঘ সময় ভোলা প্রেস ক্লাবের নেতৃত্ব দিয়েছেন এবং স্বাধীনতার পর সাংবাদিকতায় অনন্য অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ভোলার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি শোক প্রকাশ করেছেন জেলার সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা। তাঁরা বলেন, তাঁর আদর্শ, সততা ও কর্মনিষ্ঠা প্রজন্মের সাংবাদিকদের অনুপ্রেরণা হয়ে থাকবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.