মোঃ সাইফুল ইসলাম আকাশ,ভোলা জেলা প্রতিনিধি
অন্তবর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন,ভোটের পরিবেশ সুষ্ঠ রাখার জন্য আমরা সব ধরনের সহযোগিত করবো,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার কোন রকম দুষ্কৃতিকারীকে বা অপরাধীকে ছাড় দেবেন না,অপরাধীতেই যেকোনো মূল্যে আইনের আওতায় আনা হবে,সুষ্ঠু ও উৎসবমুখর ভোটের প্রস্তুতি চলছে।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ভোলা সরকারী স্কুল মাঠে ভোটের গাড়ী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, আপনারা জানেন যে বাংলাদেশে বিশেষ পরিস্থিতির মধ্যে ২০২৪ সালের আগষ্ট মাসে একটি বৈপ্লবিক পরিবর্তন আসে। সেই আন্দোলনে আমাদের ছেলে-মেয়েরা জীবন দিয়েছে। যে পরিবর্তনের উদ্দেশ্যে তারা জীবন দিয়েছে, তাদের আকাঙ্খাগুলোর সমন্বয় করে আমরা একটি ছোট্ট তালিকা করেছি। পুরোপুরি শতভাগ যে করতে পেরেছি তা নয়, আমরা চেষ্ট করেছি যতটুকু সম্ভব নিয়ে আসার। সেটা প্রথমবারের মত জনগণের কাছে তুলে ধরা হবে, এটা আপনারা চান; না কি চান না। গণভোটের মাধ্যমে আপনারা মতামত প্রকাশ করবেন। আমরা যে তালিকা করেছি তাতে যদি আপনার ভাল লাগে তা হলে ‘হ্যাঁ’, আর যদি আপনার ভাল না লাগে তা হলে ‘না’ ভোট দিবেন। আপনারা কি কি পরিবর্তন চান, আর না চান এটারই বহিঃপ্রকাশ এই গণভোট।
তিনি আরো বলেন, আপনারা যদি এই পরিবর্তন চান, তা হলে ভাল। আর যদি না চান তাহলেও কোন সমস্যা নেই। যদি চান তা হলে পরবর্তী কাজগুলোর দায়িত্ব কিন্তু দলগুলোর। কেননা পরে আর এই সরকার ক্ষমতায় থাকছে না। পরবর্তীতে যারা আসবে তারা আপনাদের মতামতকেই গুরুত্ব দিবে, কারণ আপনাদের ভোটই তারা নির্বাচিত হবে এবং তারাই পরবর্তীতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। আপনাদের মতামত কি প্রস্তাবিত পরিবর্তনের পক্ষে ? বাংলাদেশ স্বাভাবিক যে অবস্থানে ছিল তা থেকে সরে গেছে, আপনাদের অধিকার থেকে যেন বঞ্চিত করতে না পারে সেইরকম একটি পরিবশে তৈরী করার চেষ্টা করছি আমরা। পরবর্তী সংসদের দায়িত্ব থাকবে এটাকে কার্যকর করা। কতটুকু করতে পারবে, কতটুকু সময় লাগবে এটা তাদের বিষয়। কিন্তু আপনারা যে মতামত দিয়েছেন সেটাকে অগ্রায্য করার সুযোগ নেই। কারণ আপনাদের মতামতের ভিত্তিতেই কিন্তু তারা পরবর্তীতে ক্ষমতায় আসতে পারবে। আমরা আশা করবো এবার একটি অবাধ, সুষ্ঠ এবং উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে।
তৌহিদ হোসেন বলেন, আগামী ফেব্রুয়ারীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য বর্তমান অন্তবর্তীকালিন সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এই নির্বাচন বিশেষ গুরুত্বপায় যেসব কারণে সেগুলো মধ্যে অন্যতম হচ্ছে ২০০৯ সালের পরে কোন সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তারপরে যে সকল নির্বাচন হয়েছে তাতে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। এছাড়া বিপুল সংখ্যক মানুষ যাদের বয়স ৩০ বছরের নিচে বা তার আশে-পাশে যারা বিগত বছরগুলোতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আমরা চাই একটি সুষ্ঠ নির্বাচন হউক, যাতে মানুষ তার ইচ্ছেমত ভোট দিতে পারে। তিনি আরো বলেন, এই সরকার কোন দলের পক্ষে না। আপনারা জানেন কে কোন দলের পক্ষে নির্বাচন করছে। আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন।
ভোটের গাড়ী উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান,ভোলা জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাওসার,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: বেল্লাল হোসেন,সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান সহ প্রশাসন এবং স্থানীয় বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ অন্যান্য দলের নেতা-কর্মীরা।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.