DHAKA, BANGLADESH - 2023/02/09: Bangladesh's national flag flies at half-mast at the Supreme Court in Dhaka. This was part of one day of state mourning for marking the deaths caused by the earthquake in Turkey and Syria. Bangladesh also sent a rescue team to Turkey. (Photo by Sazzad Hossain/SOPA Images/LightRocket via Getty Images)

ভোলা টাইমস্, ডেক্স:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের প্রতি আদালত অবমাননার রুল দিয়েছেন হাইকোর্ট। আদালত অবমাননার অভিযোগে করা একটি আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ রুল দেন।
একটি দল নিবন্ধন নিয়ে আদালতের আদেশ অনুযায়ী নির্ধারিত সময়ে আবেদন নিষ্পত্তি না হওয়ার অভিযোগ তুলে সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার ওই আবেদনটি করা হয়।
আদালতে আবেদনকারী আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান।
আবেদনকারী পক্ষ জানায়, একটি দল নিবন্ধন বিষয়ে গত বছরের ২৫ জুন প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন দেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। এতে ফল না পেয়ে তিনি হাইকোর্টে রিট করেন। শুনানি নিয়ে হাইকোর্ট গত বছরের ২৭ আগস্ট আদেশ দেন। তাতে ওই আবেদনটি ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে সিইসির প্রতি নির্দেশ দেওয়া হয়।
