morenews
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/bilssknx/bholatimes24.com/wp-includes/functions.php on line 6121মোঃ হাসনাইন আহমেদ,
দৈনিক ভোলাটাইমস্ ::ভোলায় সেচ্ছাসেবক দলের নবনির্বাচিত কমিটিতে মিজানুর রহমান মাসুদকে আহ্বায়ক মুনতাসির আলম চৌধুরী রবিনকে সদস্য সচিব ও ইয়াকুব শাহ জুয়েলকে সিনিয়র যুগ্ম আহবায়ক নির্বাচিত করায় বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে সেখানে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, নবগঠিত জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসির আলম রবিন চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব শাহ জুয়েল, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন মনির, সাবেক যুগ্ম সম্পাদক মো. কালাম মোল্লা, সাবেক দপ্তর সম্পাদক হারুন অর রশীদ সুমন,পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওজিউল্লাহ সুমন,সদস্য সচিব মাইনুদ্দিন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক রনি, সুরুজ সদর উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী নজরুল ইসলাম, ভোলা জেলা ছাত্রদলের নেতা বশির, প্রমুখ। আনন্দ মিছিলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য বলেন, যোগ্য ও ত্যাগী নেতাদের জেলা সেচ্ছাসেবক দলের দায়িত্ব দেওয়ায় সংগঠনের কার্যক্রম গতিশীল হবে।
২০২২ সালের ৩১ শে জুলাই ভোলা জেলা বিএনপি'র চত্বরে গুলি করে নির্বিচারে হত্যা করেছিল জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও ভোলা জেলা ছাত্রদলের সভাপতি শহীদ নুরে আলমকে আমরা এই হত্যার উপযুক্ত বিচার চাই।তারা আরও বলেন, দীর্ঘ ১৫ বছরের স্বৈরশাসনের পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদী শক্তিকে কাজ করতে হবে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চান।
<p style="text-align: center; "><font color="#ffffff" face="SolaimanLipi, Arial, sans-serif"><span style="font-size: 16px; background-color: rgb(32, 32, 32);">প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯</span></font></p>
Bhola Times © All rights reserved.