আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের গজারিয়া বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এ অবরোধ কর্মসূচি পালন করেন তারা। অবরোধের কারণে সড়কের দুই পাশে প্রায় শতাধিক যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।
ভোলা টাইমস্ ডেক্স:
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের গজারিয়া বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এ অবরোধ কর্মসূচি পালন করেন তারা। অবরোধের কারণে সড়কের দুই পাশে প্রায় শতাধিক যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।
আলোচনা শেষে আগামীকাল (বুধবার) সকাল ১০টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে সাময়িকভাবে সড়ক অবরোধ তুলে নেয় ছাত্র-জনতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২২ জানুয়ারী) সন্ধ্যার পর লালমোহন উপজেলার গজারিয়া বাজার এলাকায় ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজ সংলগ্ন ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আবুল কালাম ও মো. অলি উল্যাহ ডুবাই নামের দুই জনের মৃত্যু হয়। এরা দুই জন সম্পর্কে শালা-দুলাভাই।
বিক্ষুব্ধ ছাত্র-জনতার অভিযোগ, বেপরোয়া বাস চলাচল ও প্রশাসনের নজরদারির অভাবেই বারবার এ ধরণের মর্মান্তিক দুর্ঘটনায় মানুষ প্রাণ হারাচ্ছে। তাই তারা নিরাপদ সড়ক ও বাসচালকদের যতাযথ শাস্তির দাবি জানান।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল ইসলাম কালের কণ্ঠকে জানান, গত বৃহস্পতিবার ও সোমবারের দুটি বাস দুর্ঘটনায় নিহতের স্বজনদের পক্ষ থেকে আলাদা মামলা করা হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.