

এইচ এম নোমান ,চরফ্যাশন প্রতিনিধি
দৈনিক ভোলা টাইমস:: ভোলা চরফ্যাশন উপজেলা শশীভুষন থানাধীন চর কলমি ইউনিয়ন দক্ষিণ চর মঙ্গল ৯ নং ওয়ার্ড,আঃ লতিফ খলিফার ছেলে বোরাক ড্রাইভার মোঃ শিপন কে জিম্মি করে মুক্তিপণ দাবি করা চক্রের দুই সদস্য কে আটক করেছে শশীভুষন থানা পুলিশ। ভুক্তভোগী বোরাক ড্রাইভারের মা পারভীন বেগম জানান,গতকাল ১০ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকার সময় আমার ছেলে শিপন কে আরিফ নামের এক ব্যক্তি ভাড়ার কথা বলে ফোন করে রসুলপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড করিমপুর মাদ্রাসার পিছনে আসতে বলে, সেখানে নির্জন যায়গায় যাওয়ার পরে সাথে থাকা আরো ৫/৭ জন মিলে আমার ছেলে শিপন কে বেধে মারধর করে সাথে থাকা মোবাইল এবং টাকা নিয়ে যায়,পরে আমার ছেলের মোবাইল দিয়ে আমার কাছে ফোন দিয়ে বলে এক লক্ষ টাকা দেওয়ার জন্য, টাকা না দিলে আমার ছেলেকে মেরে লাশ গুম করিয়া ফেলিবে। পরে আমার পার্শ্ববর্তী শাকিল নামের একজনকে ১০ হাজার টাকা নিয়ে সেখানে পাঠালে তারা টাকা রেখে দাবিকৃত বাকি টাকা আনতে বলে, পরে আমি দার করে আরো ১৫ হাজার টাকা তাদের হাতে দিয়ে আমার ছেলে শিপনকে ফেরত চাইলে বাকি টাকার জন্য ছাড়েনি, পরে আমি আত্মীয় স্বজনদের জানাইলে তাহারা শশীভুষন থানা পুলিশকে অবগত করলে পুলিশ প্রযুক্তির মাধ্যমে আসামিদের সনাক্ত করে চক্রের সদস্য মনির ও ফয়সাল নামের দুইজনকে গাড়ি সহ আটক করেন, এবিষয়ে শশীভুষন থানা অফিসার ইনচার্জ মোঃ তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রযুক্তির মাধ্যমে আসামিদের সনাক্ত করে চক্রের দুই জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে,পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করলে সমাজের অপরাধীদের দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন তিনি।