
দৈনিক ভোলা টাইমস্, ১৩ নভেম্বর ২০২৫: লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক মো. সিরাজুল ইসলাম ষষ্ঠবারের মতো ভোলা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। গত অক্টোবর মাসে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদানের জন্য জেলার ১০টি থানার মধ্যে তিনি এই সম্মান অর্জন করেন। এছাড়া, লালমোহন থানার এসআই মাইদুল ইসলাম চুরি মামলার আসামি গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধারের কৃতিত্বের জন্য বিশেষ পুরস্কার লাভ করেছেন।
বুধবার দুপুরে ভোলা জেলা পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক মো. সিরাজুল ইসলাম ও এসআই মাইদুল ইসলামের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট এবং সনদপত্র তুলে দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. সোহান সরকার, ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীম, লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, তজুমদ্দিন সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অরিত সরকার, চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী হাসানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ও জুলাই মাসেও মো. সিরাজুল ইসলাম ভোলা জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তাঁর এই ধারাবাহিক সাফল্য জেলার পুলিশিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.