লালমোহন প্রতিনিধি,
দৈনিক ভোলাটাইমস্:: ভোলার লালমোহন লঞ্চঘাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান, ১৩০টি শিশা গুলি, একটি ছোরা ও দুটি রামদা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ এর শাখা ভোলার অভিযানিক দল। আজ (সোমবার) সন্ধ্যায় র্যাব-৮ ভোলা শাখা সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মাসুদ হাওলাদার। তিনি জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াধীন। র্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, কে বা কাহারা এসব অস্ত্র সেখানে ফেলে গেছে তা এখনো জানা যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.