লালমোহন প্রতিনিধি:
ভোলার লালমোহন থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তিন মাদক কারবারি আটক হয়।
বুধবার (১৯ নভেম্বর ২০২৫) ভোলা জেলা পুলিশ সুপার ও লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলামের দিক নির্দেশনায় লালমোহন পৌরসভার ২নং ওয়ার্ডে এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন,
মোঃ আল আমিন, মোঃ হাসান ও মোঃ নাঈম।
পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া, মাদকবিরোধী এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলেও জানায় লালমোহন থানার অফিসার ইনচার্জ ওসি মো.সিরাজুল ইসলাম।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.