দক্ষিণ আইচা প্রতিনিধি ,
দৈনিক ভোলা টাইমস্ :: ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা থানা এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের কাছ থেকে। এলাকাবাসীর দাবি, সন্ধ্যার পর থেকে রাত গভীর হলে এই গ্যাং সদস্যরা রাস্তার ওপর দাঁড়িয়ে পথচারী ও যানবাহন থামিয়ে চাঁদা দাবি করে, এমনকি অস্ত্রের মুখে জিম্মি করার ঘটনাও ঘটছে। স্থানীয়রা জানান, দক্ষিণ আইচা বাজারের উত্তর পাশকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি কিশোর গ্যাং দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মারধর, ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন স্কুল–কলেজের শিক্ষার্থীরাও তাদের ভয়ে চলাফেরা করছে। এলাকাবাসীর দাবি, গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ে এবং সেই সুযোগে কিশোর গ্যাং আরও বেপরোয়া হয়ে ওঠে। অভিযোগ রয়েছে—সুমন হাওলাদার ও তারেক গাজীর নেতৃত্বে ৮–১০ জনের একটি দল এসব কর্মকাণ্ড পরিচালনা করছে। এলাকায় প্রভাবশালী কিছু ব্যক্তির ছত্রছায়া থাকায় এবং যথাযথভাবে আইন‑শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়রা হতাশা প্রকাশ করেছেন। একজন দোকানদার জানান,রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে কয়েকবার আমাকে থামিয়ে টাকা দাবি করেছে। প্রতিবাদ করলে বিভিন্ন হুমকি দেয়। স্কুল–কলেজে যাতায়াত করতেও এখন ভয় লাগে। কিছু ছেলেকে প্রতিদিনই সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এই বিষয়ে দক্ষিণ আইচা থানা পুলিশের মন্তব্য জানতে চেষ্টা করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। এদিকে এলাকাবাসী দ্রুত পরিস্থিতির উন্নয়ন, নিয়মিত টহল বৃদ্ধি এবং চাঁদাবাজি–মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। এই বিষয়ে দক্ষিন আইচা থানার অফিসার ইনচার্জ এরশাদুল হক ভূঁইয়া বলেন লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.