মনির,
দৈনিক ভোলা টাইমস্ :: বিআইডব্লিউটিএর নিষেধাজ্ঞা থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী প্রভাব বিস্তার করে ভোলা ইলিশা ঘাটে স্পিডবোট দিয়ে করছেন যাএী পারাপারের ব্যবসা। যদিও এই ব্যবসায় রয়েছেন যাএীদের জীবনের শতভাগ ঝুঁকি। তবুও আইনের তোয়াক্কা না করে দিন রাত ২৪ ঘন্টা চলছে এই অবৈধ ব্যবসা। শুধু যাএী নয় মাদক কারবারিরাও সন্ধার পর নিরাপদ যাতায়াত হিসেবে ব্যবহার করেন স্পিডবোট এমনটাই ধারণা এস্থানীয়দের। বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর আমজাদ হোসেন বিষয়টি আমলে নিয়ে গতকাল ইলিশা ঘাটে অভিযান পরিচালনা করে ১টি বোটকে নিয়মিত মামলার আওতায় আনে।পরবর্তীতে স্পিডবোট ঘাট-টি ভেঙে ধ্বংস করে দেওয়া হয়। বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর আমজাদ হোসেন বলেন এই অভিযান সবসময় অব্যহত থাকবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.