নিজস্ব প্রতিবেদক,
দৈনিক ভোলাটাইমস্ ::অবশেষে পুলিশের হাতে আটক ।
চট্টগ্রাম হালিশহরের অর্থ ও নারী লোভী নাঈম পুলিশের হাতে আটক। গতকাল রাত ১১,৩০ মিনিটের সময় হালিশহরের ভাড়া বাসা থেকে নারী লোভী প্রতারক নাঈম কে পাহাড়তলি থানা পুলিশের একটি ইউনিট আটক করে।
ভুক্তভোগী পরিবার অভিযোগ ২০১৯ সালে সন্ধিপের সিএনজি চালক এর মে সাদিয়াকে বিয়ে করে দশ লক্ষ টাকা নিয়ে পরবর্তীতে আরো যৌতুক দাবি করে আত্যাচার শুরু করে। মেয়ের বাবা আর যৌতুক দিতে না পারায় তালাক দেয় নাঈম।
এর পর বিয়ে করে ভোলার মে ফারজানা কে সেখান থেকেও নগদ টাকা স্বর্ণ অলংকার সহ দশ লক্ষ টাকা যৌতুক হিসেবে হাতিয়ে নিয়ে বিদেশে যায় এবং বিদেশ থেকে এসে আরো যৌতুক দাবি করে এবং আত্যাচার করে। আরো যৌতুক দিতে মেয়ে পক্ষ আপরগতা প্রকাশ করলে সাদা স্টাম্প এ সাক্ষর রেখে বাবার বাড়ি পাঠিয়ে দেয়।
আবার বিয়ে করে কুমিল্লার মে মুমুকে আগের সকল অপকর্ম গোপন করে এখান থেকেও প্রায় পনেরো লাখ টাকা যৌতুক নেয় আরো যৌতুক দাবি করে।
আসামি নাঈম সুদর্শণ চেহারা ও ছাত্রলীগের রাজনৈতিক পরিচয় দিয়ে সকল ধরনের আপরাধ চালিয়ে যায়। তার বাবা মা এই আপরাধের ব্যপারে সকল কিছু জানে বলে , বাদী পক্ষের দাবী নাঈমের বাবা মা ও এর সাথে জড়িত তার পারিবারিক ভাবে এই প্রতারণার সাথে জড়িত । ভুক্তভোগী পরিবারের দাবি আইনের আওতায় এনে কঠিন শাস্তি প্রদান করা । যাতে ভবিষ্যতে এ ধরনে প্রতারণা সাধারণ মানুষের সাথে না হয়।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- [email protected], মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.