ভোলা টাইমস্ ডেক্স:
সোমবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার টবগী রাস্তার মাথা বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ টবগী ৭ নম্বর ওয়ার্ডের রাজ বাড়ীর মো. সেলিম এর ছেলে ও হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে টবগী রাস্তার মাথা বাজার থেকে মনিরাম বাজারে পথে দুটি মোটরসাইকেল দিয়ে রেস দেয় দুই বন্ধু। পথে সিয়ামের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে সেট সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয় এবং মোটরসাইকেলে থাকা আরোহী সিয়াম আহত হন।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.