ভোলা টাইমস্, ডেক্স:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের ভোটের প্রচারে মাইক ব্যবহারের ক্ষেত্রে শব্দের মাত্রা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার ইসি’র নির্বাচন পরিচালনা শাখার উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। মাইক ব্যবহার সংক্রান্ত নির্দেশনা দিয়ে চিঠিটি এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠিয়ে নির্দেশনা বাস্তবায়নের পদক্ষেপ নিতে বলা হয়েছে।
ইসির নির্দেশনায় বলা হয়, নির্বাচনী প্রচার কাজে ব্যবহৃত মাইকে শব্দের মাত্রা ৬০ ডেসিবেলের নিচে রাখার ব্যবস্থা করতে হবে। এর আগে রাজনৈতিক দল ও প্রার্থীদের নির্বাচনী আচরণবিধিমালায় ইসি বলেছিল, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তিকে প্রচারে মাইক ব্যবহারের নিময় মানতে হবে। কোনো নির্বাচনী এলাকায় মাইক বা শব্দের মাত্রা বর্ধনকারী অন্যবিধ যন্ত্রের ব্যবহার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত সীমাবদ্ধ রাখতে হবে।
এছাড়া আচরণবিধিমালার ধারা ১৮ (১) মোতাবেক, প্রচারের সময় প্রার্থী সর্বোচ্চ তিনটি মাইক ব্যবহার করতে পারবেন। কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো ব্যক্তি কোনো নির্বাচনী এলাকায় একক কোনো জনসভায়ও একইসঙ্গে তিনটির বেশি মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করতে পারবেন না। তবে সাধারণ প্রচারণার জন্য ব্যবহৃত মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহারের ক্ষেত্রে এসব নিয়ম প্রযোজ্য হবে না।
বুধবার দিবাগত রাত ১২টার পর থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। এই সময় পর্যন্ত অন্যান্য প্রচারণার পাশাপাশি মাইক ব্যবহারের ক্ষেত্রে উল্লিখিত শব্দের মাত্রা ও নির্দিষ্ট সময় বেঁধে দিল ইসি।
বিএনপি ও জেএসডির প্রার্থীকে নিরাপত্তা দিতে ইসির নির্দেশ
আসন্ন জাতীয় নির্বাচনে পিরোজপুর-৩ আসনে বিএনপির প্রার্থী রুহুল আমীন দুলাল ও ঢাকা-১০ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) প্রার্থী সৈয়দ বেলায়েত হোসেন বেলালকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে ইসি। ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা যায়।
চিঠিতে বলা হয়, পিরোজপুর-৩ আসনের বিএনপির প্রার্থী রুহুল আমীন দুলাল এবং ঢাকা-১০ আসনের জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) প্রার্থী সৈয়দ বেলায়েত হোসেন বেলাল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করেছেন। আবেদনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.