ভোলা টাইমস্ ডেক্স:
ভোলা-২ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী মাওলানা মো. ফজলুল করিমকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এলডিপির মনোনীত প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী।
রোববার বিকালে ভোলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে দলের প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী এক লিখিত বক্তব্যে উল্লেখ করেন- ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে ১০ দলীয় জোটের শরিক দল হিসেবে জোটের ঐক্য, সৌহার্দ্য ও বৃহত্তর রাজনৈতিক স্বার্থ বিবেচনা নিয়ে জামায়াতের প্রার্থী মাওলানা মুফতি ফজলুল করিমকে সমর্থন জানানো হয়েছে। এ সিদ্ধান্তের কারণে এলডিপি প্রার্থী হিসেবে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মুফতি ফজলুল করিমের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন।
তিনি বলেন, ভোলা-২ আসনের প্রার্থী মাওলানা ফজলুল করিম দীর্ঘ দিন ধরে নিষ্ঠা, সততা ও ত্যাগের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তার এই নিরলস প্রচেষ্টা ও জনগণের প্রতি দায়বদ্ধতাকে সম্মান জানিয়ে ১০ দলীয় জোটের ঐক্য অটুট রাখার লক্ষ্যে তিনি স্বেচ্ছায় নির্বাচন থেকে সত্ত্বেও দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও ঘোষণা করেন, তার ব্যক্তিগত প্রাপ্তির চেয়ে দলীয় জোটের প্রাপ্তি অনেক বড়।
এদিকে মোকফার উদ্দিন চৌধুরীর এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা জাকির হোসেন মাস্টার, দলের সেক্রেটারি মোহাম্মদ হারুন অর রশিদ, এলডিপির সভাপতি মো. বশির আহমেদ, সহ-সভাপতি মো. সবুজ, সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.