
তুহিন খন্দকার, ভোলা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ (বোরহানউদ্দিন–দৌলতখান) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহিম দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।
রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রার্থীর পক্ষে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
এর আগে সকালে প্রার্থীর নিজ বাসভবনে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশ ও জাতির কল্যানে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
