
মোঃ সাইফুল ইসলাম আকাশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা ১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহবায়ক আলহাজ গোলাম নবী আলমগীর মনোনয়নপত্র দাখিল করেছেন।
রবিবার ২৮ শে ডিসেম্বর বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডাঃ শামীম রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর সৃষ্টি হয়।
এর আগে শহরের মহাজনপট্রি আলমগীর মিয়ার বাসভবনে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
মিলাদ অনুষ্ঠানে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত,দেশ ও জাতির শান্তি গনতত্ত্বের পূর্ণ প্রতিষ্ঠাতা, অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা,বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতাও নেক হায়াত কামনা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
তিনি বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্বপ্নদ্রষ্টা তারেক রহমান আমাকে ধানের শেষ প্রতিকে মনোনীত করেছেন ইনশাল্লাহ বিজয় নিয়ে ঘরে ফিরবো।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোপান,এনামুল হক,তরিকুল ইসলাম কায়েদ,নির্বাহী সদস্য ইয়ারুল ইসলাম লিটন,সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ,সদস্য সচিব হেলাল উদ্দিন,স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন সহ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ।
