এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস্ ::"যেতে নাহি দিবো হায়,তবু যেতে দিতে হয়,তবু চলে যায়" কবির লেখা চিরন্তন সত্য এই বানীটির মতোই গত ২৯ ডিসেম্বর'২৪(শুক্রবার) শেষ রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করে মৃত্যুকে আলিঙ্গণ করলেন ভোলা পৌরসভা ১ নং ওয়ার্ডের পরপর চারবারের নির্বাচিত কাউন্সিলর মঞ্জুরুল আলম মঞ্জু(৬২)। জনপ্রিয় এই সদ্য সাবেক প্যানেল মেয়র মঞ্জুর বিদেহী আত্নার শান্তি কামনায় পৌরবাপ্তা ১ নং ওয়ার্ডস্থ শ্রী শ্রী কালিমাতা ও রাধাগোবিন্দ মন্দিরে আয়োজন করা হয় একটি প্রার্থনা ও শোকসভা। শুক্রবার(৬ ডিসেম্বর'২৪) রাত প্রায় ৮ টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে নিজের প্রিয় ছোট ভাই প্রয়াত মঞ্জুর জন্য সকলের কাছে আশীর্বাদ ও দোয়া কামনা করে বক্তব্য প্রদান করেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম। মন্দিরটির সভাপতি অবিনাশ নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নিহতের বড়ভাই রাইসুল উপস্থিত সকল সনাতন ধর্মাবলম্বি প্রতিবেশীদের উদ্দেশ্যে বলেন, "আপনারা আমাদেরকে ছোটবেলা থেকেই দেখছেন। আপনাদের সান্নিধ্যেই আমরা তিলে তিলে বড় হয়ে উঠেছি। আপনারাই আমাদের আপনজন। তাই আপনাদের ভোটেই আমার ভাই মঞ্জু বারবার ভোলা পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হয়েছে। আর কাউন্সিলর থাকা অবস্থায় কখনো কোন কারনে যদি আমার ভাই আপনাদের কারো মনে কোন দুঃখ দিয়ে থাকে তাহলে আপনারা আমার ভাইকে ক্ষমা করে দিবেন। তিনি আরো বলেন, আমরা বা আমাদের পরিবারের কেউ যদি যেনে বা না যেনে আপনাদের কোন ক্ষতি করে থাকি দয়া করে বলবেন। কারন আমি ও আমার পরিবার মনে প্রাণে বিশ্বাস করি যে, আমার এলাকার জনগনই আমাদের আপনজন"। মন্দিরের সাধারন সম্পাদক বেনু চন্দ্র পাল এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন সদস্য সচিব উপাধ্যক্ষ পিযুষ কান্তি হলদার ও নিহতের ছোট ভাই এবং বিএনপি নেতা ইয়ারুল আলম লিটন। এ সময় প্রয়াত কাউন্সিলর মঞ্জুর পরিবারের বিভিন্ন সদস্য,শুভাকাঙ্খি ও মন্দির কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্য এবং অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে নিহতের আত্নার শান্তি কল্পে প্রার্থনা অনুষ্ঠিত হয় এবং প্রার্থনা শেষে সকল সনাতনীদের মাঝে প্রসাদ বিতরণের আয়োজন করে প্রয়াত প্যানেল মেয়রের পরিবার।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- [email protected], মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.