নিজস্ব প্রতিনিধি।।
দৈনিক ভোলাটাইমস::ভোলায় উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন নিউজ-২৪ টিভির জুন্নু রায়হান ও সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন গাজী টিভির এম হেলাল উদ্দিন। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় ভোট গণনা করা হয়। সংগঠনটির ৩৪জন ভোটারের মধ্যে ১১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে মো. মনজুর আলম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক পদে মো. মহিউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকী ৯টি পদে ১৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে ৩৪জন ভোটারের মধ্যে ৩৩জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এতে ১৫ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন জুন্নু রায়হান, সহসভাপতি পদে ১৯ভোট পেয়ে কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে ২১ ভোট পেয়ে এম হেলাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে ১৯ভোট পেয়ে আরিফ হোসেন লিটন, অর্থ সম্পাদক পদে ১৯ ভোট পেয়ে জুয়েল সাহা বিকাশ, দপ্তর সম্পাদক পদে ১৬ভোট পেয়ে ইমতিয়াজুর রহমান, নির্বাহী সদস্য পদে ২২ভোট পেয়ে জসিম রানা, ২০ভোট পেয়ে ছিদ্দিকুল্লাহ ও ১৪ভোট পেয়ে ছোটন সাহা নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা করেন ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি নজরুল হক অনু, সময় টিভির প্রতিনিধি নাসির উদ্দিন লিটন ও ডিবিসির প্রতিনিধি অচিন্ত মজুমদার।
সংগঠনের সদস্যরা জানান, দীর্ঘদিন পর আয়োজিত এ নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের সদস্যদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। পেশাগত উন্নয়ন, সংগঠনের ঐক্য ও কার্যক্রমের বিকাশে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা করছেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.