

মোঃ ইলিয়াস,
দৈনিক ভোলা টাইমস:: ভোলা জেলার চর কুকরি মুকরি ইউনিয়নের ১ নং ওয়ার্ড বাবুগঞ্জে ৩ দিন ব্যাপি কীর্তন এর আয়োজন করা হয়েছে। গত ০৭-০৪-২৫ তারিখ থেকে ০৯-০৪-২৫ তারিখ পর্যন্ত এই কীর্তন চলমান থাকবে। কীর্তন ধর্মীয় সাধন ভান ধারাকে বোঝায়, যা আধ্যাত্মিক বা ধর্মীয় ধারণার বর্ণনা বা ভাগ করা আবৃত্তির সঙ্গীত রূপকে বোঝায়। এই কীর্তন হিন্দু ধর্মালম্বিদের একটি বিশেষ অনুষ্ঠান।কীর্তন বাংলা সঙ্গীতের অন্যতম আদি ধারা। গানের মাধ্যমে ধর্মচর্চার এ ধারা প্রাচীনকাল থেকেই এদেশে চলে আসছে।
মূলত কীর্তন হলো কোন দেব-দেবীর নাম, গুণাবলী বা কীর্তিকাহিনী সম্বন্ধিত গান। কীর্তনে কিছু হিন্দু ধর্মাবলম্বীদের কাছে জিজ্ঞাসাবাদ করায় তারা বলেন তাদের এই কীর্তনে যাতে কোন সমস্যা না হয় সেজন্য বিভিন্ন দল তাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। ইসলামী আন্দোলন, বিএনপি সংগঠন ও সাধারণ জনগণ এই কীর্তনে কোন প্রকার বিঘ্ন যাতে না ঘটে সে ব্যাপারে খেয়াল রেখেছেন এবং এই কীর্তন কে সমর্থন করেছেন। তারা স্থানীয় সকলের আন্তরিকতায় খুবই খুশি। প্রতিবছর এই মাসে কীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়।