প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১:০১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২৪, ৩:২৩ পি.এম
ভোলা কালেক্টরেট স্কুলে অনুষ্ঠিত হলো ছোটদের আলোচনা সভা
![]()
এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস্ :: "প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় চলছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ -২০২৪। তারই অংশ হিসেবে বুধবার(২ অক্টোবর'২৪) ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো শিশুদের আলোচনা সভামুলক অনুষ্ঠান "ছোটরা বলবে,বড়রা শুনবেন"। স্কুলটির প্রভাতি শাখায় অনুষ্ঠিত সভায় 'আমরা কেমন বাংলাদেশ চাই' এ বিষয়ের ওপর নিজেদের মতামত তুলে ধরে ৩য় থেকে ৯ম শ্রেনীর প্রায় ১০ জন শিক্ষার্থী। ভোলা জেলা শিশু একাডেমির কর্মকর্তা মুহাম্মদ আখতার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কন্যা শিশুরা সকলেই বাল্যবিবাহ মুক্ত,অসাম্প্রদায়ীক,সন্ত্রাস ও মাদক মুক্ত এবং মেয়েদের শতভাগ নিরাপদ জীবনযাপনের নিশ্চয়তামুলক বাংলাদেশ চায় বলে তাদের বক্তব্যে উল্লেখ করে। আনন্দঘন এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিশু বিকাশ কেন্দ্রের প্রজেক্ট ম্যানেজার মোর্শেদ আলী, স্কুলের সহকারী প্রধান শিক্ষক শাহনেওয়াজ চন্দন, সহকারী শিক্ষক সূর্যমনি দেবনাথ, ববিতা ভদ্র সহ সকল শিক্ষক, শিশু একাডেমির অফিস সহকারি গোপাল চন্দ্র দে সহ বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক বৃন্দ।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- [email protected], মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.