প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৮:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৫, ২:২৯ এ.এম
ভোলার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সর্বদলীয় এক সভা অনুষ্ঠিত

দৈনিক ভোলাটাইমস্ :: ৩ মে সন্ধ্যায় ক্রিস্টাল ইন এ ভোলার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সর্বদলীয় এক সভা অনুষ্ঠিত হয় ।সভায় বিএনপি, জাতীয় পার্টি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোবাশ্বিরউল্লাহ চৌধুরী।
সভায় ভোলার গ্যাস ভোলা বাসিকে অগ্রাধিকার দিয়ে ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ, সার কারখানা সহ বিভিন্ন শিল্প কারখানা গড়ে তোলা এবং ভোলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপন, ভোলা বরিশাল সেতু নির্মাণের দাবিতে চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করা হয় এবং আমরা ভোলা বাসি নামে একটি সর্বদলীয় কমিটি গঠন করা হয়। সভায় আলহাজ্ব গোলাম নবী আলমগীর কে আহব্বায়ক ও মীর মোশারফ উমিকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভা শেষে ভোলার বাংলা স্কুলের মাঠে অবস্থিত ভাসানী মঞ্চে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেমেয়েদের চলমান আন্দোলন কর্মসূচিতে যোগ দিয়ে সংহতি প্রকাশ করা হয়। সংহতি প্রকাশ করে ভাসানী মঞ্চে আমরা ভোলা বাসি সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন মোবাশ্বির উল্লাহ চৌধুরী।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.