নিজস্ব প্রতিবেদক চরফ্যাশন ,
দৈনিক ভোলাটাইমস্:: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার অন্তর্গত চর মানিকা ইউনিয়নে রাজনীতির এক পরিচ্ছন্ন ও নীরব নাম— প্রফেসর রেজাউল করিম খন্দকার। দুই মেয়াদে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি, শিক্ষা ও সমাজসেবায় অবদান রেখে দক্ষিণ আইচা অঞ্চলে তিনি হয়ে উঠেছেন এক অনুকরণীয় ব্যক্তিত্ব। দলীয় নেতাকর্মীদের ভাষ্য, দক্ষিণ আইচা এলাকায় যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ে, তখন প্রায় ১৭ বছর ধরে দলকে টিকিয়ে রাখা, নেতাকর্মীদের পাশে থাকা ও সংগঠন পুনর্গঠনের পেছনে নীরবে কাজ করেছেন এই মানুষটি। নিজের অর্থ, সময় ও মানসিক শ্রম দিয়ে তিনি নেতাকর্মীদের একত্রে ধরে রেখেছেন, যেটি বিএনপির পুনর্জাগরণে মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। প্রফেসর রেজাউল করিম খন্দকার একসময় চর মানিকা ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমান কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও বিএনপি মনোনয়নপ্রাপ্ত নেতা নুরুল ইসলাম নয়নের একান্ত আস্থাভাজন হিসেবে তিনি স্থানীয় পর্যায়ে কাজ করে আসছেন। স্থানীয়দের মতে, রাজনীতির বাইরেও তাঁর পরিচয় এক নিবেদিত সমাজসেবক ও শিক্ষানুরাগী মানুষ হিসেবে। দরিদ্র, মেহনতি ও অসহায় মানুষের পাশে থেকে তিনি গড়ে তুলেছেন মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। দক্ষিণাঞ্চলের তরুণ ও শিক্ষিত প্রজন্মের কাছে তিনি একজন নৈতিক নেতৃত্বের প্রতীক হয়ে উঠেছেন। চর মানিকার বাসিন্দা শিক্ষক আবদুল হালিম বলেন, রাজনীতিকে তিনি কখনও স্বার্থের জায়গা হিসেবে নেননি। বরং সমাজ ও দলের জন্য যা দরকার, সেটিই করেছেন নিরবে। এমন মানুষ আজ খুব বিরল। এলাকার ব্যবসায়ী ও তরুণ সমাজের অভিমত, তাঁর নেতৃত্বে ইউনিয়নে শিক্ষা, সড়ক উন্নয়ন ও সামাজিক অবকাঠামোতে দৃশ্যমান পরিবর্তন এসেছে। বিশেষ করে মাদ্রাসা ও স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের সহায়তা, দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো এবং যুবসমাজকে সংগঠিত করার ক্ষেত্রে তাঁর ভূমিকা প্রশংসিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রফেসর রেজাউল করিম খন্দকার শুধু বিএনপির তৃণমূল সংগঠনের প্রাণশক্তিই নন, বরং দক্ষিণ আইচা অঞ্চলে রাজনীতিতে সৌজন্য, শালীনতা ও প্রজ্ঞার প্রতীক। চর মানিকা ইউনিয়নের প্রবীণ রাজনীতিক হাফেজ মো. কাশেম বলেন,তিনি দলের অভিভাবক হিসেবে কাজ করেন। নিজের ত্যাগ ও সততা দিয়ে নেতাকর্মীদের অনুপ্রাণিত করেন। তাঁর মতো নেতৃত্ব থাকলে দল শক্তিশালী হয়। দক্ষিণ আইচা থানার বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর মধ্যে প্রফেসর রেজাউল করিমের পরামর্শ, নেতৃত্ব ও ব্যক্তিগত আস্থার প্রভাব স্পষ্ট। তাঁকে ঘিরেই এখন অনেকেই সংগঠনের ভবিষ্যৎ পুনর্গঠনের সম্ভাবনা দেখছেন। চর মানিকার সাধারণ মানুষও তাঁকে ভালোবাসেন একজন সহজ-সরল, পরিশ্রমী ও নির্লোভ মানুষ হিসেবে। যিনি রাজনীতি করেন জনকল্যাণে, মানুষের কল্যাণেই যাঁর পথচলা।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.